× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিন্ডিকেটের হোতারা সরকার চালায়: নুর

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৮ মার্চ ২০২৪, ২৩:১৯ পিএম । আপডেটঃ ০৮ মার্চ ২০২৪, ২৩:২০ পিএম

ছবি: সংগৃহীত

সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কারণ, সিন্ডিকেটের হোতারা সরকার চালায়। চিনি আমদানি করে দেশের পাঁচটি প্রতিষ্ঠান। তাদের ধরলে চিনির দাম বাড়বে না। কিছু দুর্বৃত্ত আমদানি-রপ্তানির নামে দেশের টাকা বিদেশে পাচার করে, দুদক তাদের কিছু করতে পারে না। 

রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকের মোড়ে শুক্রবার বিকেলে গণসমাবেশে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।  

গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।  

নুর বলেন, ‘সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বাড়াচ্ছে। তাই সরকারকে বলব, অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার-গণতন্ত্র ফিরিয়ে দিতে দিন।’ 

তিনি আরও বলেন, বাস থেকে সরকারি দলের নেতা-কর্মী ও পুলিশ মিলে এক হাজার কোটি চাঁদা তোলেন। যার ভাগ এমপি, মন্ত্রীসহ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা সবাই নেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.