× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে: বাহাউদ্দিন নাছিম

Staff Reporter

১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম । আপডেটঃ ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ এএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে এবার আমাদের দলের অসংখ্য প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। এছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাংবিধানিকভাবে স্বীকৃত।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির 'হেপাটাইটিস বি' ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে নিজে হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিংয়ের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।বাহাউদ্দিন নাছিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।নির্বাচনে অংশগ্রহণের জন্য যারা মনোনয়ন জমা দিয়েছেন এবং বৈধতা পেয়েছেন তারা সবাই অংশগ্রহণ করুক আমরা চাই। 

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৪ দল ও জাতীয় পার্টি সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। এগুলো হলো রাজনৈতিক আলোচনা।তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল বা জোট ভাবতে পারে নির্বাচনে তাদের প্রার্থীরা সরকারের সঙ্গে যাবে আর কেউ ভাবতে পারে সরকারের সঙ্গে না গেলে তাদের দলগুলোকে সম্মানজনক জায়গায় মূল্যায়ন করা হবে কি-না। 

নাছিম আরও বলেন, আমরা মনে করি, যেসব রাজনৈতিক দলের নিবন্ধন আছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের প্রতি আমাদের কোনো বাধা-নিষেধ নেই।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.