× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা বার নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২০ পিএম । আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২১ পিএম

ফাইল ফটো

এশিয়ার সর্ববৃহৎ আইনজীবী সমিতি ঢাকা বার এসোসিয়েশনের ২০২৪-২৫ সেশনের নির্বাচনে সাদা প্যানেল (আওয়ামী সমর্থিত আইনজীবী) প্যানেল থেকে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সভাপতি হিসেবে অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার শাওনসহ অন্যান্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট একেএম আক্তার হোসেন ও অ্যাডভোকেট মো. আবু তৈয়ব, ট্রেজারার পদে অ্যাডভোকেট ওমর ফারুক, সিনিয়র এজিএস অ্যাডভোকেট মো. মাসরাত আলী তুহিন ও আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক, মনিরা বেগম মনি, দফতর সম্পাদক সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক মো. ওয়াকিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, তথ্য ও যোগাযোগ সম্পাদক সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি মনোনয়ন পেয়েছেন।

আর সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট মাহামুদুল হাসান, মুহাম্মদ মহসীন উদ্দিন (শিশির), এমদাদুল হক (ইমদাদ), হাফিজ আল মামুন, কাজী হুমায়ুন কবির, মো. ইমরান হাসান, শাহীন আহমেদ (রূপম), সুমন আহমেদ, আব্দুর রহমান মিয়া ও মোহাম্মদ মঈন উদ্দিন (বিপ্লব) কে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.