ব্রাহ্মণবাড়িয়া-১ (সদর-বিজয়নগর) আসনের নবনির্বাচিত সাংসদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলায় সবসময় সর্তক থাকতে হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিজয়নগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে যেতে চাই। বিজয়নগরের কোনো উন্নয়ন অপূর্ণ থাকবে না। শিক্ষা সংস্কৃতির জন্য জন্য যা যা করা দরকার তাই করবো।
সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতায় তিনি আগামী ৫ বছর দায়িত্ব পালন করতে পারলে ৫০ শয্যায় হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তিত করা, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সাবরেজিস্ট্রার ভবন, ৫০০ আসন বিশিষ্ট মিলনায়তন ভবন নির্মাণ করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, আপনারা আজ যে জনসমুদ্র দেখিয়েছেন, গণসংবর্ধনা দিয়েছেন এজন্য আমি বিজয়নগরবাসীর কাছে চিরকৃতজ্ঞ।
গণ সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা সভাপতিত্বে ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জহিরুল ইসলাম চৌধুরী সোহেলের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা।