× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রওশনের ঘোষণার কোনো ভিত্তি নেই: মুজিবুল হক

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২৪, ০৬:০৬ এএম । আপডেটঃ ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ এএম

ফাইল ছবি

আজ বেলা পৌনে একটার দিকে ঢাকার গুলশানের বাসায় এক মতবিনিময় সভায় রওশন এরশাদ জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হককে বহিষ্কার ঘোষণা করেন। নিজেকে দলের চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করেন তিনি।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব মুজিবুল হক বলেন,  দলের গঠনতন্ত্রে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাই রওশনের ঘোষণার কোনো ভিত্তি নেই।জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জি এম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। মুজিবুল হক মহাসচিব।

মুজিবুল হক বলেন, গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগে জি এম কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।

মুজিবুল হক বলেন, ‘আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তাঁর (রওশন) এই ধরনের কোনো ক্ষমতা নেই।’

এর আগে বহিষ্কারের ঘটনা ঘটলেও তাতে তৃণমূলের সমর্থন ছিল না। এবার আর আপনারা টিকতে পারবেন না—রওশনপন্থীদের এই বক্তব্যের বিষয়ে মুজিবুল হক বলেন, ‘অবান্তর কথা। এইগুলো একদম অশিক্ষিত মানুষের মতো..। গঠনতন্ত্রের বাইরে নিজের মনের মাধুরী মিশিয়ে যেকোনো ব্যক্তি যেকোনো কথা বলতে পারেন। এগুলোর কোনো ভিত্তি নেই।’


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.