এযাবৎ নৌকায় যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমার স্যালুট বলেছেন, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। টানা তিনবার এই আসনে নৌকা হারেনি হেরেছেন ব্যক্তি জাফরুল্লাহ। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই আসনকে মডেল আসন হিসেবে তৈরি করব। আপনারা দোয়া করেন আগামীতে আপনাদের এই নৌকার ভোট আমার দিকেই আসবে।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড বালুর মাঠে নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনপরবর্তী মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথি বক্তব্যের তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, ‘উন্নয়নের ধারাকে ব্যাহত করতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’
হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হিরো উকিলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর, হামিরদী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলন মাতুব্বর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতাকর্মীরা।