দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার ২০টি আসনের মধ্যে ঋণ খেলাপি দায়ে ১৬ জনসহ ৭৮ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা। এছাড়া জমা পড়া ২৩৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৫৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ।সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা এসব তথ্য জানিয়েছে।
ঋণ খেলাপি তালিকাদের মধ্যে আছে__ ঢাকা- ৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ মোশারফ হোসেন, বাংলাদেশ কংগ্রেস থেকে মোঃ কবির হোসেন। ঢাকা-৫ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী এসএম লিটন। ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান, তৃণমূল বিএনপি থেকে সৈয়দা নুরুন নাহার। ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মোঃ মহিবুল্লাহ। ঢাকা-১২ আসনে জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু।ঢাকা-১৩ আসনে গণফ্রন্ট থেকে মোহাম্মদ আলী মনি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মোঃ শাহাবুদ্দিন, জাকের পার্টি থেকে মোঃ হায়দার আলী। ঢাকা-১৬ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (পি.এস.বি) মোঃ তৌহিদুল ইসলাম। ঢাকা-১৮ আসনে তৃণমূল বিএনপি থেকে মোহাম্মদ মফিজুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম জানান, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে কারো কোন অভিযোগ থাকলে তারা ৫ ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত আবার আপিল করতে পারবেন। এই ১১ দিনের মধ্যে আপিলের সুযোগ থাকছে। ওই সময়ের মধ্যে যদি কারো আর্জি থাকে অথবা সংশোধনের দরকার পড়লে করতে পারবেন।
তাছাড়া মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের কাগজপত্র সঠিক রয়েছে দাবি করে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল করবেন বলে জানান তারা।
জানা গেছে, সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সারাদিন যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপীর দায়ে ১৬ জনের মনোনয়ন বাতিল হয়। আবার অনেকের আয়কর রিটার্নের যে সত্যায়িত কপি, সেটি পাওয়া যায়নি। কারো কারো বকেয়া ছিল বিভিন্ন ইউটিলি বিলও। আবার কারো ক্ষেত্রে স্বাক্ষর পাওয়া যায়নি। জমা হওয়া এসব মনোনয়নের মধ্যে ঢাকা-৪ আসনে ১১ জনের ভেতর ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা-৫ আসনে ২২ জন আবেদনকারীর মধ্যে তথ্যের গড়মিলের কারণে ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিন প্রার্থীকে ত্রুটি সংশোধনের জন্য ২ ঘন্টা সময় দেয়া হয়েছিল। ঢাকা-৬ আসনে মোট আবেদন করা হয়েছে ১১ জন। বাতিল করা হয়েছে ২ জন। ঢাকা-৭ আসনে ১১ জন আবেদন প্রার্থীর মধ্যে ৭ জনকে বাতিল করা হয়েছে। ঢাকা-৮ আসনে মনোনয়ন আবেদনের মধ্যে চারজন প্রার্থীকে বাতিল করা হয়েছে। ঢাকা-৯ আসনে ১৩ জনের মনোনয়নের মধ্যে বাতিল করেছে ২ জনের প্রার্থিতা। ত্রুটি সংশোধনের জন্য সময় দেয়া হয়েছে ৩ জনকে। ঢাকা-১০ আসনে ১১ প্রার্থীর মধ্যে বাতিল করা হয়েছে ৮ জনকে। ঢাকা-১১ আসনে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা-১২ আসনে ৮ জনের আবেদনের মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঢাকা-১৩ আসনে জমা পড়ে ১১ টি আবেদন। এর মধ্যে বাতিল করা হয় ৭ জনের মনোনয়ন। ঢাকা-১৪ আসনে মোট প্রার্থী ১৮ জনের মধ্যে বাতিল করা হয় ৮ জনের প্রার্থিতা। এদিকে ঢাকা-১৫ আসনে আবেদন করা ৮ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা-১৬ আসনে মোট ৭ জন প্রার্থীর মধ্যে ১ জনের প্রার্থিতা বাতিল করা হয়। ঢাকা-১৭ আসনের ১৩ জনের মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। ঢাকা-১৯ আসনে ১৩ জনের মধ্যে বাতিল হয় ৪ জন আর অপেক্ষমান ২ জনের আবেদন। ঢাকা-২০ আসনে আবেদন করেছেন ৯ জন। এর মধ্যে বাতিল করেছেন ২ জন এবং অপেক্ষমান রয়েছে একজনের মনোনয়নপত্র। ঢাকা-১৮ আসনে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এরমধ্যে ৮ জন প্রার্থীকে বাতিল করা হয়েছে। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী বশির উদ্দিন নামে একজন ছিলেন। তিনি দেশে না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একইসঙ্গে এস এম তোফাজ্জল হোসেন নামে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন তার মনোনয়নপত্রও বাতিল করা হয়।