নির্বাচন কমিশনের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে এবং তিন দফা দাবিতে আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত
পোস্টাল ব্যালটে ‘পক্ষপাতমূলক’ সিদ্ধান্তসহ তিন দফা দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রবিবার বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনের সড়কে অবস্থান নেন সংগঠনটির হাজারো নেতা-কর্মী। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাতভর এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে নেতা-কর্মীরা ইসি অভিমুখে আসতে শুরু করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে আগারগাঁও এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইসি ভবনের প্রধান ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে রাখলে নেতা-কর্মীরা সামনের সড়কেই অবস্থান নেন।
কর্মসূচি চলাকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির তিনটি সুনির্দিষ্ট ইস্যু তুলে ধরে কমিশনের কঠোর সমালোচনা করেন। দাবিগুলো হলো:
১. পোস্টাল ব্যালট বিতর্ক নিরসন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের নেওয়া সিদ্ধান্তকে 'পক্ষপাতদুষ্ট' ও 'প্রশ্নবিদ্ধ' বলে অভিহিত করেছে ছাত্রদল। অবিলম্বে এই বিতর্কের সমাধান করে নিরপেক্ষতা প্রমাণের দাবি জানানো হয়েছে।
২. পেশাদারত্ব বজায় রাখা
কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে অদূরদর্শী ও হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের দাবি, এমন কর্মকাণ্ড স্বাধীন কমিশনের পেশাদারত্বকে ক্ষুণ্ণ করছে।
৩. শাবিপ্রবি ইস্যুতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি প্রথমে ইতিবাচক সিদ্ধান্ত নিলেও পরে বিশেষ চাপের মুখে তা থেকে সরে আসায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, "আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। কমিশন সেই মহলের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করলে ছাত্রদল তা মেনে নেবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাতে এসেছি এবং যৌক্তিক সমাধান না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।"
বর্তমানে রাজধানীর আগারগাঁও এলাকায় যানবাহন চলাচল সীমিত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
