× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৬, ০০:২৮ এএম । আপডেটঃ ১৭ জানুয়ারি ২০২৬, ০০:৫১ এএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে তিনি হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ তীব্র হৃদরোগে আক্রান্ত হন মাহমুদুর রহমান মান্না। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর পিজিতে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার রাজনৈতিক দল নাগরিক ঐক্য।

মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন। এর আগে গত বছরের (২০২৪) সেপ্টেম্বরেও তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দলীয় তথ্যমতে, ২০১৫ সালে কারাগারে থাকা অবস্থায় প্রথমবারের মতো তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। সে সময় স্বাস্থ্য পরীক্ষার পর তার হার্টে একাধিক ‘ব্লক’ ধরা পড়েছিল।

প্রবীণ এই নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে চিকিৎসকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.