× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ, ১০১ সদস্যের কাউন্সিল ঘোষণা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৮ পিএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৮ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল এবং ৩ জন মুখপাত্রের নাম ঘোষণা করা হয়েছে।

এনপিএ-র ঘোষিত তিন মুখপাত্র হলেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ছাত্র ইউনিয়ন নেত্রী নাজিফা জান্নাত। কেন্দ্রীয় কাউন্সিলে স্থান পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী ৫ নেতা ছাড়াও ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কাউন্সিল সদস্যদের মধ্যে রয়েছেন অনিক রায়, অলিক মৃ, সৈয়দা নীলিমা দোলা, বাকী বিল্লাহ, মেঘমল্লার বসু, মাঈন আহমেদ এবং নূমান আহমাদ চৌধুরীসহ ১০১ জন। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি ও কর্মপরিকল্পনা বিস্তারিত জানানো হবে।

সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি মূলনীতি ঘোষণা করেছে: ১. গণতন্ত্র, ২. সাম্য, ৩. মানবিক মর্যাদা, ৪. সামাজিক ন্যায়বিচার, ৫. প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা।

অনুষ্ঠানে পাঠ করা ঘোষণাপত্রে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, জুলাই অভ্যুত্থান কেবল শাসক পরিবর্তনের লড়াই ছিল না, বরং এটি ছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের দেড় বছর অতিক্রান্ত হলেও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে স্থবিরতা দেখা দিচ্ছে।

প্ল্যাটফর্মটির মতে, দেশে পুনরায় পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের ভাষা ও চর্চা ফিরে আসছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংখ্যালঘুর কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠতাবাদের উত্থান ঘটছে। ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয় যে, রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটলেও নাগরিকের জানমালের নিরাপত্তা ও মানবাধিকার আজও অনিশ্চিত। এই সংকটময় পরিস্থিতিতে জনগণের অধিকার রক্ষায় একটি নতুন রাজনৈতিক পরিসর নির্মাণের লক্ষ্যেই ‘এনপিএ’র জন্ম।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, কথাসাহিত্যিক মশিউল আলম, লেখক আলতাফ পারভেজ, বাসদ (মার্ক্সবাদী) নেত্রী সীমা দত্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। জাতীয় সংগীত এবং 'মুক্তির মন্দির সোপান তলে' সমবেত সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিল সদস্য মীর হুযাইফা আল মামদূহ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.