× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৬৮ আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের, ছাড়ল জোট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২৬, ১৭:০৩ পিএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৬, ১৭:০৪ পিএম

রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জোটের আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ২৬৮টি আসনে নিজস্ব প্রার্থী নিয়ে ভোটের মাঠে থাকার চূড়ান্ত ঘোষণা দিল দলটি।

গত কয়েকদিন ধরেই জামায়াত নেতৃত্বাধীন '১১ দলীয়' জোটের শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে দরকষাকষি চলছিল। গত রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের ২৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াতে ইসলামী। সেখানে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হয়েছিল। তবে জোটের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আজ এককভাবে নির্বাচনের পথে হাঁটার ঘোষণা দিল ইসলামী আন্দোলন।

সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, দলীয়ভাবে মোট ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি আসনে মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮টি আসনে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমাদের একজন প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ২৬৮টি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীরা হাতপাখা প্রতীক নিয়ে লড়বেন।”

বাকি ৩২টি আসনের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে গাজী আতাউর রহমান বলেন, যেসব আসনে তাদের প্রার্থী নেই, সেখানে ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।

নির্বাচনী পরিবেশ এবং জোট ত্যাগের বিস্তারিত কারণ ব্যাখ্যা করে তিনি আরও জানান, আদর্শিক অবস্থান এবং তৃণমূলের নেতা-কর্মীদের আকাঙ্ক্ষা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.