× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২৬, ০০:৫৯ এএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৬, ০১:১৯ এএম

তারেক রহমান | ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই তার প্রথম সপরিবার সাক্ষাৎ।

সাক্ষাতের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সরকারের পক্ষ থেকে বিষয়টিকে একান্তই সৌজন্য সাক্ষাৎ হিসেবে অভিহিত করা হয়েছে। এর আগে বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, এই সাক্ষাতে সাধারণত কোনো নির্ধারিত এজেন্ডা থাকে না; এটি মূলত একটি হৃদ্যতাপূর্ণ আলোচনা হতে যাচ্ছে।

আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়েছে। এই ইতিবাচক ভূমিকার জন্য তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত সেই কৃতজ্ঞতাবোধ এবং পারস্পরিক সৌজন্য বিনিময়ই এই সাক্ষাতের প্রধান প্রেক্ষাপট।

বিএনপি চেয়ারপারসনের এই সাক্ষাৎকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যমুনায় প্রবেশের সময় তারেক রহমানের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দুই নেতার এই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.