আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্রের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করেন এই স্বতন্ত্র প্রার্থী। শুনানি শেষে ইসি আজ তার প্রার্থিতা বৈধ বলে রায় দেয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশনে আমাদের করা আপিল মঞ্জুর হয়েছে। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার মনোনয়নপত্র এখন বৈধ। গত এক সপ্তাহে আমি এক ভিন্নধর্মী অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশ-বিদেশের অগণিত মানুষ শুভকামনা ও দোয়া জানিয়েছেন। রাস্তায় মানুষের সাথে যখন কথা বলেছি, অনেকেই আমার প্রার্থিতা বাতিলের খবরে হতাশা প্রকাশ করেছিলেন। আজ সত্যের জয় হয়েছে।"
নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্ধারিত মার্কা বা প্রতীকের জন্য দ্রুত আবেদন করবেন। তাসনিম জারা বলেন, "আমরা ‘ফুটবল’ প্রতীক বরাদ্দের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কমিশন আমাদের যুক্তিগুলো ধৈর্য সহকারে শুনেছেন, এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন তাসনিম জারা। জনসমর্থন নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে টিকে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।