× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ জানুয়ারি ২০২৬, ২৩:৪৫ পিএম । আপডেটঃ ১১ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ এএম

বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে এই পদে আসীন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৈঠক শেষে গুলশানে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি বলেন, "দলের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।"

সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল আরও জানান, অনিবার্য কারণে তারেক রহমানের পূর্বনির্ধারিত উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। এই সফরের নতুন সময়সূচি পরবর্তীতে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটির’ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন:

  • ড. খন্দকার মোশাররফ হোসেন
  • মির্জা আব্বাস
  • গয়েশ্বর চন্দ্র রায়
  • ড. আব্দুল মঈন খান
  • নজরুল ইসলাম খান


  • আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • সালাহউদ্দিন আহমেদ
  • সেলিমা রহমান
  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন


দলীয় সূত্রে জানা গেছে, জরুরি এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক পুনর্গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সিদ্ধান্তই দলের সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হয়, যার প্রতিফলন ঘটলো নেতৃত্বের এই পরিবর্তনের মাধ্যমে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.