বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। একইসঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে তার প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একান্ত সচিব হিসেবে নিযুক্ত এ বি এম আব্দুস সাত্তার পেশাদার আমলা হিসেবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। অন্যদিকে, প্রেস সচিবের দায়িত্ব পাওয়া সালেহ শিবলী সাংবাদিক মহলে অত্যন্ত সুপরিচিত মুখ এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সকল পক্ষকে এখন থেকে তাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।