ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। এতে মোট ১৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিপরীতে, তথ্যে অসঙ্গতি ও আইনি জটিলতার কারণে বাতিল হয়েছে ৬২ প্রার্থীর মনোনয়ন। এছাড়া একটি আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দিনভর এ বাছাই কার্যক্রম চলে। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, ঢাকার ১৩টি আসনে ১৭৪ জন প্রার্থীর মধ্যে ১১৯ জনের মনোনয়ন বৈধ এবং ৫৪ জনের বাতিল করা হয়েছে। অন্যদিকে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের আরও ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।
রিটার্নিং অফিসারের তথ্যমতে, বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যাই বেশি। মূলত ১ শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত ত্রুটি, ঋণখেলাপি হওয়া, হলফনামায় স্বাক্ষরের ঘাটতি এবং রাজনৈতিক দলের যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে এসব মনোনয়ন বাতিল হয়।
এদিকে, ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তিনি সম্পূরক হলফনামা জমা দেওয়ার জন্য সময় আবেদন করলে কর্তৃপক্ষ তাকে সুযোগ প্রদান করে।
মনোনয়ন বাতিল নিয়ে ক্ষোভের প্রেক্ষিতে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ বলেন, “মতপ্রকাশের স্বাধীনতায় যে কেউ অভিযোগ করতে পারেন। তবে প্রতিটি বাতিলের কারণ প্রার্থীদের লিখিতভাবে জানানো হবে।” তিনি আরও নিশ্চিত করেন যে, প্রধান রাজনৈতিক দল বিএনপির সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন বা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।