× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোনয়ন বাতিল তাসনিম জারার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ জানুয়ারি ২০২৬, ১৩:২০ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮ পিএম

তাসনিম জারা |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ১ শতাংশ ভোটারের তালিকায় অসঙ্গতি পাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এই সিদ্ধান্ত জানানো হয়। তবে দমে না গিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন সদ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগী এই নেত্রী।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তাসনিম জারা জানান, নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জনের তথ্য যাচাই করা হয়। এই প্রক্রিয়ায় আটজন ভোটারের তথ্য সঠিক পাওয়া গেলেও বাকি দুজনের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। এর মধ্যে একজন ভোটার ওই এলাকার বাসিন্দা নন বলে প্রমাণিত হয়েছে এবং অন্য একজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই টেকনিক্যাল কারণ দেখিয়েই তার মনোনয়ন বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে তাসনিম জারা গণমাধ্যমকে বলেন, “মনোনয়ন বাতিল হলেও আমার আপিল করার সুযোগ রয়েছে। আমি এরই মধ্যে আপিলের প্রস্তুতি নিতে শুরু করেছি।”

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “দল (এনসিপি) থেকে পদত্যাগ করার কারণে আমার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হলে এবং আমি অংশ নিতে পারলে ঢাকা-৯ আসনে জয়লাভ করব।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগদানের সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৭ ডিসেম্বর দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। একই কারণে তার স্বামী খালেদ সাইফুল্লাহসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী দল ত্যাগ করেন। এরপরই তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.