বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) এই মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরার পর জনসম্মুখে দলীয় কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতায় এটিই তার প্রথম অংশগ্রহণ।
বিকেল চারটার কিছু সময় আগে তারেক রহমান আজাদ মসজিদে এসে পৌঁছান। সেখানে তিনি সাধারণ মুসল্লি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে জামাতে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে অশ্রুসিক্ত নয়নে মা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করে প্রার্থনা করেন তিনি। বিএনপি আয়োজিত এই মাহফিলে যোগ দিতে জুমার পর থেকেই আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় নেতা-কর্মীদের ঢল নামে।
মাহফিলে তারেক রহমানের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতৃবৃন্দ।
মসজিদের নির্ধারিত নারী কর্নার থেকে দোয়া ও মোনাজাতে শরিক হন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এ ছাড়া মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গত বুধবার রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। আজকের দোয়া মাহফিলে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।