ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। আজ শুক্রবার জুমার নামাজ শেষে কয়েকশ নেতাকর্মী রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছালে নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এতে শাহবাগের এক পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচি থেকে নেতাকর্মীরা ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ সহ বিভিন্ন সরকারবিরোধী ও বিচার নিশ্চিতের দাবিতে স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলা হয়, "শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই চলবে।" গত ১৯ ডিসেম্বরের পর থেকেই অপরাধীদের শনাক্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ধারাবাহিকভাবে শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।
আজকের সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।