আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এই কমিটির চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ নেতাদের নিয়ে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া প্রধান সমন্বয়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।
কমিটির ৪১ সদস্যের মধ্যে দলের স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং তরুণ নেতাদের সমন্বয় রাখা হয়েছে। সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, এ কে এম ওয়াহিদুজ্জামান, মাহদি আমিন, সালেহ শিবলী ও রেহান আসাদ।
এছাড়া কমিটিতে বিশেষজ্ঞ ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, আবদুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস ও রাকিবুল ইসলাম রাকিবসহ আরও অনেককে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় বৃদ্ধিতে এই কমিটি কাজ করবে। দলের পক্ষ থেকে এই কমিটির কার্যক্রম সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।