× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারেক রহমানকে সান্ত্বনা দিতে গুলশানে জামায়াত আমির

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৬, ২২:৫৬ পিএম । আপডেটঃ ০১ জানুয়ারি ২০২৬, ২২:৫৭ পিএম

তারেক রহমানকে সান্ত্বনা জানালেন জামায়াতের আমির ডা. শফিক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যক্তিগতভাবে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। মাতৃহারা শোকসন্তপ্ত তারেক রহমানকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দুই নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সংক্ষিপ্ত আলাপ করেন।

গুলশান কার্যালয়ে পৌঁছে ডা. শফিকুর রহমান প্রথমেই প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সেখানে রক্ষিত শোক বইয়ে আবেগঘন বার্তা লিখে স্বাক্ষর করেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি কার্যালয়ের তৃতীয় তলায় যান এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জামায়াত আমির দীর্ঘ সময় তারেক রহমানের পাশে অবস্থান করেন। মাতৃহারা শোকে মুহ্যমান তারেক রহমানকে তিনি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের পরামর্শ দেন। এ সময় শোকাতুর পরিবেশে দুই নেতার মধ্যে পারস্পরিক রাজনৈতিক সংহতি ও দেশের চলমান প্রেক্ষাপট নিয়ে ফলপ্রসূ কথা হয়।

এই সাক্ষাৎকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। অন্যদিকে জামায়াত আমিরের সাথে প্রতিনিধিদলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.