× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-৯

তাসনিম জারার ডাকে খিলগাঁও-বাসাবোয় ভোটারদের ব্যাপক সাড়া

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২ পিএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১ পিএম

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার লক্ষ্যে খিলগাঁওয়ে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করছেন তাসনিম জারা ও তাঁর সমর্থকরা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। এই লক্ষ্যে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেছেন তিনি। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফলে ঢাকা-৯ আসনের মোট ৪ লাখ ৬৯ হাজার ৩০০ ভোটারের বিপরীতে তাসনিম জারাকে সংগ্রহ করতে হবে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর। এই স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতেই আজ সকাল থেকে পুরোদমে মাঠে নেমেছেন তিনি।

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। নির্বাচনী ব্যয়ের জন্য তিনি ‘ক্রাউডফান্ডিং’-এর মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। তবে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার প্রেক্ষাপটে গতকাল শনিবার তিনি দল থেকে পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে কোনো জোট বা দলের হয়ে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি নির্বাচনে লড়বেন। পাশাপাশি, কেউ চাইলে তাঁদের দেওয়া অনুদানের টাকা ফেরত নিতে পারবেন বলেও ঘোষণা দেন তিনি।

মাঠপর্যায়ে ভোটারের সমর্থন

স্বাক্ষর সংগ্রহের জন্য খিলগাঁওয়ের তালতলা মার্কেট সংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীত পাশে এবং বাসাবো বালুর মাঠে দুটি বুথ স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সমন্বয়কারীরা জানিয়েছেন, মানুষের উপস্থিতি ছিল অভাবনীয়। আজ বিকেল ৩টা পর্যন্ত দুই হাজারের বেশি ভোটার স্বেচ্ছায় এসে স্বাক্ষর দিয়েছেন। রাত ১০টা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং আশা করা হচ্ছে আগামীকাল সোমবার দুপুর ১২টার আগেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.