জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ডা. তাসনিম জারার পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার দলটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে ইস্তফা দিলেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে একই দিনে তাসনিম জারা দল ত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।
শনিবার প্রথমে ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান। এর কিছু সময় পরই খবর আসে তার স্বামী খালেদ সাইফুল্লাহও দলের গুরুত্বপূর্ণ পদ ‘যুগ্ম আহ্বায়ক’ থেকে সরে দাঁড়িয়েছেন। গণমাধ্যমকে তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্ত্রীর মতো তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি।
স্বতন্ত্র লড়াইয়ে তাসনিম জারা
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডা. তাসনিম জারা জানান, একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের হয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্য নিয়ে ঢাকা-৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লড়াই করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে একই পরিবারের দুই হেভিওয়েট নেতার পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।