× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াত ইস্যুতে এনসিপিতে বিদ্রোহ

নাহিদ ইসলামকে ৩০ নেতার চিঠি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ এএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২২ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

জামায়াতে ইসলামীসহ ৮-দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক ঐক্য বা আসন সমঝোতার তীব্র বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৩০ নেতা। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং দলের আদর্শিক অবস্থান সমুন্নত রাখতে আজ শনিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তারা। নেতাদের দাবি, জামায়াতের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ এবং দলের অস্তিত্বের জন্য আত্মঘাতী।

দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্যের দেওয়া চিঠি


আহ্বায়ককে দেওয়া চিঠিতে নেতারা উল্লেখ করেন, জুলাই বিপ্লব-পরবর্তী এক বছরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মকাণ্ড এনসিপির রাজনৈতিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। তারা অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন দলের ভেতরে ‘গুপ্তচরবৃত্তি’, এনসিপির ওপর অপকর্মের দায় চাপানো এবং অনলাইনে নারী সদস্যদের ‘চরিত্র হনন’-এর মতো কর্মকাণ্ডে লিপ্ত। চিঠিতে স্পষ্ট বলা হয়, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের যে উত্থান ঘটছে, তা দেশের ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত।

৩০০ আসনেই অনড় থাকার দাবি

চিঠিতে নেতারা মনে করিয়ে দেন যে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে একাধিকবার ৩০০ আসনেই স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ইতিমধ্যে ১২৫ জন প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে। এমতাবস্থায় মাত্র কয়েকটি আসনের লোভে কোনো জোটে যাওয়া দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে ধূলিসাৎ করবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতের বিতর্কিত ভূমিকা এবং গণহত্যার সহযোগিতার বিষয়টি উল্লেখ করে চিঠিতে বলা হয়, তাদের সঙ্গে জোট করা মানেই এনসিপির নৈতিক অবস্থান দুর্বল করা। নেতারা সতর্ক করে বলেন, "জোটের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আমাদের বিশাল একটি সমর্থক গোষ্ঠী দল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। মধ্যপন্থী ও নতুন রাজনীতির প্রত্যাশী মানুষদের হারালে এনসিপি তার ভিত্তি হারাবে।"

৩০ নেতার কঠোর অবস্থান

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, নুসরাত তাবাসসুম, আরমান হোসাইন, ইমন সৈয়দ, সাদিয়া ফারজানা সিনা ও দ্যুতি অরণ্য চৌধুরীসহ শীর্ষ সারির ৩০ জন সংগঠক। তাদের সাফ কথা—কৌশলের দোহাই দিয়ে নীতি বিসর্জন দেওয়া যাবে না। জামায়াতের সঙ্গে কোনো জোটে না যাওয়ার বিষয়ে অবিলম্বে দলকে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.