বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাজধানীর শাহবাগ থেকে এ কে এম শহিদুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে আটক করার পর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সে সময় সেখানে উপস্থিত শহিদুল ইসলাম হঠাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ বলে চিৎকার শুরু করেন। এতে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তেজিত নেতা-কর্মীরা তাকে ঘটনাস্থলেই আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”