জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলীয় প্ল্যাটফর্ম থেকে নয়, বরং ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জনসমক্ষে আনেন।
ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা জানান, রাজনৈতিক বাস্তবতার নিরিখে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা রক্ষা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। তাই পরিস্থিতি যাই হোক না কেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই আমি নির্বাচনে লড়ব।”
এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. জারা ইতোমধ্যে দলীয় হাইকমান্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এর নেপথ্যের কারণ নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
জনগণের ওপর আস্থা
দলীয় সমর্থন ছাড়া নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে তাসনিম জারা লেখেন, “দলের প্রার্থী হলে সুসংগঠিত কর্মী বাহিনী ও রাজনৈতিক সুরক্ষা থাকে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার সেসব নেই; আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা ও নিষ্ঠার ওপর ভিত্তি করে সমর্থন পেলে আমি সেবার সুযোগ পাব।”
ভোটারদের সমর্থনের আহ্বান
নির্বাচনী আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে ঢাকা-৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আগামীকাল থেকেই এই কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়ে তিনি স্বেচ্ছাসেবকদের সহায়তা চেয়েছেন। এছাড়া, এর আগে যারা তাকে নির্বাচনের জন্য অনুদান পাঠিয়েছেন, তারা চাইলে নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিতে পারবেন বলেও জানান তিনি।