× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনসমুদ্রে তারেক রহমানের বার্তা

দেশের মানুষের ভাগ্য বদলে আমার পরিকল্পনা আছে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ এএম । আপডেটঃ ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ এএম

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে পূর্বাচলের গণসংবর্ধনায় জনসমুদ্রে ভাষণ দিচ্ছেন তারেক রহমান। ছবি: এএফপি

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ভেঙে স্বদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত ‘আই হ্যাভ আ ড্রিম’ ভাষণের মতো আমিও বলতে চাই—দেশের মানুষের জন্য, আমার দেশের জন্য ‘আই হ্যাভ আ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে) ।" দেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে তার কাছে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফেরার পর এটিই তার প্রথম প্রকাশ্য জনসভা।

বক্তব্যের শুরুতে তারেক রহমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, "আজকের এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে এবং উন্নয়নের জন্য। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দেশের প্রতিটি গণতান্ত্রিক শক্তির সহযোগিতা আমার প্রয়োজন। ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান—সবই অর্জিত হয়েছে সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার।"

জুলাই আন্দোলনের শহীদ ওসমান হাদিসহ বিগত স্বৈরাচারী শাসনামলে গুম-খুনের শিকার হওয়া সকলের কথা স্মরণ করে তারেক রহমান আবেগপূর্ণ কণ্ঠে বলেন, "২৪-এর আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়তে হবে। যেখানে সাধারণ মানুষের কথা বলার অধিকার থাকবে এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে তাদের ন্যায্য পাওনা পাবে।"

দেশের বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মী ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, "আধিপত্যবাদী শক্তির দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। যেকোনো উসকানির মুখে আপনাদের শান্ত ও ধীরস্থির থাকতে হবে। কোনোভাবেই দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না। মনে রাখবেন, আমরা একটি সত্য ও গণতান্ত্রিক ভিত্তির ওপর রাষ্ট্র গড়তে চাই।"

তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন তুলে ধরে বলেন, "আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ বোধ করবে। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, বিশাল এক তরুণ সমাজ এবং কোটি কোটি কৃষক-শ্রমিক রয়েছেন। এই বিশাল জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সরকার পরিচালনার মূল আদর্শ হবে মহানবী (সা.)-এর প্রদর্শিত ন্যায়পরায়ণতা।"

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান তার অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, "সন্তান হিসেবে আমার মন এখন হাসপাতালের বিছানায় থাকা মায়ের পাশেই পড়ে আছে। কিন্তু দেশের মানুষ যারা দীর্ঘ সংগ্রাম করেছেন, তাদের ভালোবাসা উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই মায়ের কাছে যাওয়ার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি।" তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে এবং নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.