দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকেই তিনি এই ফোনালাপ করেন।
ফোনালাপের সারসংক্ষেপ বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান প্রধান উপদেষ্টার ব্যক্তিগত খোঁজখবর নেন এবং দেশে ফেরার সার্বিক ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফোনালাপে তিনি বলেন, “আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে চমৎকার ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” কথোপকথনের শেষে তিনি প্রধান উপদেষ্টার কাছে দোয়া চান এবং সালাম জানিয়ে বিদায় নেন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ২০০৭ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান আজ এক আবেগঘন পরিবেশে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিমানবন্দরে নামার পর থেকেই তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। মূলত এই সুশৃঙ্খল পরিবেশ ও যথাযথ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার কারণেই তিনি প্রধান উপদেষ্টাকে সরাসরি ফোন করে ধন্যবাদ জানান।