× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন মাহফুজ-আসিফ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ এএম । আপডেটঃ ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ এএম

মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। এই ঘোষণার আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছেন তারা।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে স্থান পান।

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির সরকারে থাকা নৈতিকভাবে সমীচীন হবে না—এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের অনেকে মোটামুটি একমত ছিলেন।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। সে সময় তারা আরও কিছুটা সময় চান। এমনকি মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করে নির্বাচন না করার কথাও জানিয়েছিলেন। তবে গত মাসের মাঝামাঝি আবারও সরকারের উচ্চপর্যায় থেকে পদত্যাগের তাগাদা আসে। শেষ পর্যন্ত সরকারের মনোভাব জেনে তফসিল ঘোষণার ঠিক আগে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা বৈঠকে মিলিত হন। ওই বৈঠকেই দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন।

তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, মূলত পদত্যাগের সিদ্ধান্ত এবং নির্বাচন সংক্রান্ত তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হতে পারে।

এ বিষয়ে পদত্যাগী দুই উপদেষ্টার বক্তব্য জানতে তাদের টেলিফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।


রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের মাধ্যমে এই দুই নেতার নির্বাচনী রাজনীতিতে যুক্ত হওয়ার জল্পনা আরও জোরালো হলো। তাদের রাজনৈতিক ঠিকানা কী হবে, তা এখনো পরিষ্কার নয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করার ঘোষণা আগেই দিয়েছিলেন। তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে ৪ ডিসেম্বর বিএনপি দ্বিতীয় দফায় এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করায় আসিফের স্বতন্ত্র প্রার্থী হওয়া বা নতুন কোনো সমঝোতার দিকে দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলের।

মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর-১ আসনে। বিএনপি এই আসনেও প্রার্থী চূড়ান্ত করেছে। ফলে লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজের ভোট করার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হয়। আরেক ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন। মাহফুজ আলম ও আসিফ মাহমুদের এনসিপিতে কোনো পদ না থাকলেও দলটিতে তাদের প্রভাব রয়েছে। এনসিপি বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে। এই পরিস্থিতিতে দুই উপদেষ্টা এনসিপির মনোনয়ন নেন কি না, সেই দিকেই এখন সকলের দৃষ্টি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.