দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে রাজধানী ঢাকার দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-১০ সংসদীয় আসনের হাজারীবাগ উত্তর থানা মহিলা বিভাগের উদ্যোগে স্থানীয় নারীদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।
স্থানীয় জরিনা শিকদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সাবেক প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।
এ সময় অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ধর্মীয় ও মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রমেই নয়, বরং দেশের মানুষের সেবায় নিয়োজিত একটি গণমুখী দল। এই কনকনে শীতে আমাদের মা-বোনদের কষ্ট লাঘবে এই সামান্য উপহার। তিনি সমাজের বিত্তবানদেরও দুস্থ মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
হাজারীবাগ উত্তর থানা আমীর মো. মাহফুজ আলম-এর সভাপতিত্বে এবং থানা সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নুর নবী মানিক।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতারুল আলম সোহেল, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ফেরদৌস আরা খানম বকুল ও সেলিনা পারভীন, হাজারীবাগ উত্তর থানা সেক্রেটারি হামিদা রুম্মান, থানা সহকারী সেক্রেটারি মাহমুদা আখতার প্রমুখ।
জামায়াত নেতারা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এবং তাদের মৌলিক চাহিদা পূরণে তাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।