রবিবার সকালে ডিএনসিসির ২৬ নম্বর ওয়ার্ডের তেজকুনি পাড়া খেলাঘর মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরিবদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত বিএনপি নেতা সাইফুল আলম নিরব (মাঝে)।
ঢাকা-১২ আসনের বিএনপি নেতা সাইফুল আলম নিরব বলেছেন, বেগম খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি , এজন্যই দেশের মানুষ তার জন্য দোয়া করছে। তিনি আশা প্রকাশ করেন, সুস্থ হয়ে ফিরে এসে খালেদা জিয়া নতুন সরকার গঠনে ভূমিকা রাখবেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় ডিএনসিসি’র ২৬ নম্বর ওয়ার্ডের তেজকুনি পাড়া খেলাঘর মাঠে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের উদ্যোগে এই জনকল্যাণমূলক আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের (তেজগাঁও, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল) বিএনপি নেতা সাইফুল আলম নিরব এবং বিশেষ অতিথি ছিলেন ফখরুল ইসলাম রবিন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই কর্মসূচির আওতায় প্রায় ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
-69354ccb5d8be.jpg)
কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয়দের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। ডিএনসিসি ২৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও বিএনপি নেতা মোহাম্মদ আরিফ হোসেন জানান, শীতকষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের নেতা মুছাব্বিরের এই উদ্যোগ।
তিনি বলেন, মানুষের যথেষ্ট সাড়া আছে, যথেষ্ট সহযোগিতা আছে। আপনারা তো চোখে দেখতে পারতেছেন যে মানুষের কি পরিমাণে ঢল নেমেছে। এই জনসমাগম আমাদের প্রত্যাশিত পরিকল্পনার বাইরে চলে গেছে। তিনি দাবি করেন, এর মধ্য দিয়ে মুছাব্বির ও নিরবের জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং তাঁরা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আরিফ হোসেন এ সময় মুছাব্বিরকে এলাকার ভবিষ্যৎ কাউন্সিলর হিসেবে আখ্যায়িত করেন।
কম্বল পেয়ে রফিক মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা জানান, আসলে এই এলাকায় উন্নয়নমূলক কাজে বিএনপি গরিবের পাশে থাকছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন নেতাকর্মীরা এটা ভবিষ্যতে অটুট থাকলে সমস্যা নেই।
-693546df878e4.jpg)
কম্বল বিতরণের পাশাপাশি অসুস্থ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা আরিফ হোসেন অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। তিনি দাবি করেন, দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে তার জন্য দোয়া করছেন এবং এতেই বোঝা যায় তার প্রতি আনা অভিযোগগুলো মিথ্যা।
তিনি আরও বলেন, বর্তমানে তাদের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়ে কষ্ট করছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, শুধু বিএনপি নয়, বাকি যারা আছেন সবাই তার দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছে এবং মন থেকে এখন পর্যন্ত সবাই দোয়া করে যেন খালেদা জিয়া সুস্থ হোক।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুল আলম নিরব তাঁর বক্তব্যে স্থানীয়দের উদ্দেশে বলেন, তিনি সবসময় মানুষের পাশে ছিলেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ চালিয়ে গেছেন। তিনি আধুনিক উন্নয়ন কাজের পরিকল্পনা করছেন এবং মানুষের পরামর্শ নিয়েই কাজ করার আশ্বাস দেন।
নিরব আরোও বলেন, এখন মানুষ শুধু জানতে চায়, তারা কবে ভোট দিতে পারবে এবং তাদের ভোটের অধিকার ফিরে পাবে। তিনি আশ্বাস দেন, তারা খুব দ্রুত মানুষকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেবেন এবং পরবর্তী সরকার গঠন করে জনগণের চাওয়া পূরণ করবেন।
সাইফুল আলম নিরব জানান, রাস্তাঘাটে ভাসমান বাজার বসা, মডেল হাই স্কুলের সামনে যানজট এবং অপর্যাপ্ত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এখানকার বড় সমস্যা। তারা ভাসমান দোকানদারদের সিটি কর্পোরেশন অনুমোদিত বাজার ও রেলওয়ে কলোনি বাজারে সরিয়ে নিতে কাজ করছেন। মাদক ও চুরি-ছিনতাই রোধে করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে মাদক বলতে কোনো শব্দ থাকবে না। সবাই মাঠে এসে খেলবে... আমরা চেষ্টা করব যোগাযোগ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করা।
বিষয় : ঢাকা-১২
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
