আজ শনিবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলমান থাকলেও, তফসিল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার বিকেলে সাংবাদিকদের এক কর্মশালায় এসে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালায় বক্তব্য রাখার সময় আখতার আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।"
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণার পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু করে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও ইঙ্গিত দিয়েছিলেন যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।
তবে আজ ইসি সচিবের বক্তব্যে স্পষ্ট হলো যে, সেই তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
সচিব আখতার আহমেদ দাবি করেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের জাতীয় বৈঠকেও উপস্থিত ছিলেন, যেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, "সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম।"
এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ইসি সচিব সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন নির্বাচন সংক্রান্ত কোনো ভুল বা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকেন। তিনি বলেন, "আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন...নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।"
আজকের এই কর্মশালাটি ছিল সাংবাদিকদের নির্বাচন ও সংশ্লিষ্ট আইন বিষয়ে পরিচিতি প্রদানের উদ্দেশ্যে। 'গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি'—শিরোনামের কর্মশালায় তিনি বক্তব্য দেন। এই প্রশিক্ষণ আয়োজন করে ইউএনডিপি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
এর আগে সকালে, কর্মশালার পৃথক একটি অধিবেশনে নির্বাচন কমিশনার (ইসি) আবদুল রহমানেল মাছউদও সাংবাদিকদের সঙ্গে যুক্ত হন এবং 'সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও নির্বাচন কমিশনের ভূমিকা'সহ বিভিন্ন আইনগত দিক নিয়ে আলোচনা করেন।
বিষয় : নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচন গণভোট তফসিল
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
