বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার অপেক্ষা এখন কেবল মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদনের ওপর। দলীয় সূত্রে জানা গেছে, বোর্ডের 'সবুজ সংকেত' পেলেই দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স। এই পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে কাতারের রয়্যাল কর্তৃপক্ষ, যারা জার্মানি থেকে অ্যাম্বুলেন্সটির ব্যবস্থা করেছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকায় আপাতত তাঁর ফ্লাই করার যাত্রা বিলম্ব হচ্ছে।"
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এই হাসপাতালে ভর্তি।
একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো পূর্বের মতোই আছে এবং তাঁর সামগ্রিক অবস্থা উন্নত না হওয়ায় তিনি এখনো বিদেশ ভ্রমণের সক্ষমতা অর্জন করেননি। এ কারণেই তাঁর লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তবে গত দুই দিনে মেডিকেল বোর্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছে এবং শুক্রবার (গতকাল) দুই দফা বৈঠক করে সেই প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হয়েছে। বোর্ডের সদস্যরা প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত রিপোর্ট পর্যালোচনা করছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি। তিনি কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
এনামুল হক চৌধুরী বলেন, "ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেইভাবেই তারা এখন প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমেন্ট করেছে।"
জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়টি খোলাসা করে তিনি জানান, "জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্টটা কাতার কর্তৃপক্ষই করে দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে। এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।"
জানা গেছে, এই মেডিকেল বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে তিনি শুক্রবার (গতকাল) লন্ডন থেকে ঢাকায় এসেছেন।
বিষয় : বিএনপি খালেদা জিয়া
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
