খালেদা জিয়া। সংগৃহীত/ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তরের লক্ষ্যে চূড়ান্ত হয়েছে বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স। কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে বিশেষ ব্যবস্থায় একটি বিমান ভাড়া করা হয়েছে, যা খুব দ্রুত ঢাকায় এসে পৌঁছাবে। যদিও কারিগরি ত্রুটির কারণে পূর্বনির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় স্থানান্তর প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে, তবে সব ঠিক থাকলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন।
আজ শুক্রবার সন্ধ্যায় বাসসকে দেওয়া তথ্যে কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার মেডিকেল টিমের সুপারিশ অনুযায়ী জার্মানি থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করে পাঠাচ্ছে কাতার সরকার।
প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা ছিল। কিন্তু সেই উড়োজাহাজে 'কারিগরি ত্রুটি' দেখা দেওয়ায় কাতার সরকার দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়।
কাতার সরকার কর্তৃক ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60)। এটি জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ দ্বারা পরিচালিত।
চ্যালেঞ্জার ৬০৪ বিমানটি দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় উড্ডয়ন সক্ষমতার জন্য পরিচিত এবং আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইটের জন্য বিশেষ উপযোগী। প্রতিষ্ঠানটি বোম্বার্ডিয়ার বিজনেস জেটের বহর ব্যবহার করে রোগীদের জন্য চিকিৎসা পরিবহন ও ভিআইপি পরিবহন উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক পরিসরে কাজ করে।
এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যার কারণে খালেদা জিয়ার যাত্রা আপাতত একদিন পিছিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার সমাধান হলে নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, "যদি ম্যাডাম (খালেদা জিয়া) ভ্রমণের উপযুক্ত হন এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তবে ইনশাআল্লাহ তিনি ৭ ডিসেম্বর (রোববার) দেশ ছাড়বেন।"
খালেদা জিয়ার এই চিকিৎসার বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় কাতার দূতাবাসে সহযোগিতা চেয়ে একটি 'নোট ভারবাল' (লিখিত বার্তা) পাঠায়।
কাতার ইতিবাচক সাড়া দিয়ে জানায়, খালেদা জিয়া চিকিৎসার জন্য ভ্রমণের অনুমতি পেলেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে। বিএনপিও পৃথকভাবে একটি চিঠি পাঠিয়ে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে ইংল্যান্ডে স্থানান্তরের জন্য লজিস্টিক সহায়তা চেয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন এবং এভারকেয়ার হাসপাতালে শাশুড়িকে দেখে ধানমন্ডির পৈতৃক বাড়িতে পৌঁছেছেন।
বিষয় : কাতার বিএনপি এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়া
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
