× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় জুবাইদা, শাশুড়িকে দেখে ধানমন্ডিতে; রোববার লন্ডনে যাওয়ার সম্ভাবনা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮ পিএম । আপডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার সকালে (৫ ডিসেম্বর) তোলা ছবি। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দীর্ঘদিন পর ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান। প্রায় আড়াই ঘণ্টা শাশুড়ির পাশে থাকার পর জুবাইদা রহমান ধানমন্ডিতে তার পৈতৃক বাসভবনের উদ্দেশে হাসপাতাল ত্যাগ করেন।

এদিকে, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়েছে। কাতার সরকারের পক্ষ থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় এই বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ (শুক্রবার) সকাল পৌনে ১১টার দিকে ঢাকায় পৌঁছান। বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে তিনি বারিধারা এলাকার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। তার আগমনকে ঘিরে হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রায় আড়াই ঘণ্টা শাশুড়ি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করে ধানমন্ডির পৈতৃক বাড়িতে রওনা হন।

জানা গেছে, চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই ডা. জুবাইদা রহমানের ঢাকা আগমন। তবে খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত পিছিয়ে গেছে।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ (শুক্রবার) সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”

১৩ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মানুষের মধ্যে তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে প্রথমে এইচডিইউ থেকে সিসিইউতে (নিবিড় পরিচর্যা ইউনিট) নেওয়া হয়। বর্তমানে তার ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতা কিছুটা উন্নতির দিকে।

তবে অন্যান্য শারীরিক সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত রয়েছে বলে মেডিকেল বোর্ড সূত্রে খবর।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.