× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসএসএফের বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে খালেদা জিয়া

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৯ পিএম । আপডেটঃ ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর তাঁর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। আজ মঙ্গলবার (নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই, ধরে নিলাম লেখার দিন) দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ সদস্যরা সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। নিরাপত্তা দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হলে দুপুর ২টার দিকে এসএসএফ সদস্যদের বহনকারী গাড়ি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়।


শারীরিক অবস্থা ও চিকিৎসা

বর্তমানে ১০ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তাঁর শারীরিক অবস্থা এবং চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেন। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

চিকিৎসক জাহিদ হোসেন আরও নিশ্চিত করেছেন যে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে। এই বিশেষজ্ঞ দলটি তাঁর শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে পরামর্শ দেবেন বলে জানা গেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.