সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তাঁর পরিবার। একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য এরই মধ্যে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে একটি পোস্ট দেন।
মাহদী আমিনের বিবৃতি অনুযায়ী, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপসহীন নেত্রীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি দেখা দিলে জিয়া পরিবার তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নেবে।
এ বছরের শুরুতে খালেদা জিয়া লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন।
তাঁকে লন্ডনে নেওয়ার জন্য সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কাতার দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।
খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসা মূলত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে।
লন্ডন থেকে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান চিকিৎসকদের সঙ্গে ভার্চ্যুয়ালি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
-692ae6df9c2fb.jpg)
মাহদী আমিন পরবর্তীতে গণমাধ্যমকে এই বিষয়ে নিশ্চিত করেন যে বিএনপি চেয়ারপারসন এর আগে লন্ডনে যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, তাঁদের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সহায়তা চাওয়া হয়েছে।
এদিকে, এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।