বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, জাতি এখন একটি 'সুষ্ঠু নির্বাচনের পিপাসা' নিয়ে অপেক্ষায় আছে।
শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসার মাঠে আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি আসন্ন নির্বাচনে যেকোনো ধরনের 'কারচুপি' বা 'ভোট কেড়ে নেওয়ার পাঁয়তারা' হলে তা প্রতিহত করতে কর্মী-সমর্থকদের প্রতি কঠোর আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তৃতায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে কর্মীদের প্রতি কঠোর বার্তা দেন। তিনি বলেন, 'এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, মেকানিজম বা ভোট কেড়ে নেওয়ার পাঁয়তারা চালাতে হলে, তাহলে আমি আপনাদের বলব, আপনারা বুলেট হয়ে গর্জে উঠবেন। ওই দুষ্টু হাত আপনারা অবশ করে দিবেন।'
তিনি উপস্থিত জনতাকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার পাশাপাশি ভোটের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। জামায়াত আমির বলেন, 'শুধু ভোট দেবেন না— ভোটের পাহাড়াদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না। আমরা আপনাদের সঙ্গে থেকে একসাথে লড়াই করব।'
তিনি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি 'নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত' হবে।
ওয়াজ মাহফিলে জামায়াত আমির সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন।
অনুষ্ঠানে জামায়াতের পাশাপাশি জোটভুক্ত অন্য দলগুলোর কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন:
- খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাশিদ আজাদ।
- জাতীয় নাগরিক পার্টির মহাসচিব আখতার হোসেন।
- এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
- বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বিভিন্ন দলের এই নেতারাও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং নির্বাচনকালে জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।