বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি প্রশ্ন তুলে বলেছেন, গণভোটের চারটি প্রশ্নের কোনো একটির সঙ্গে দ্বিমত পোষণ করলে সেখানে ‘না’ বলার সুযোগ কোথায়?
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রিজভী বলেন, কোনো বিষয়ে গোঁজামিল দেওয়া হলে তা কখনোই টেকসই হবে না। গণভোটের উদ্দেশ্য কী, তা যদি দেশের ৯০ ভাগ মানুষই বুঝতে না পারে, তবে মানুষ সেই অন্ধকারে (তিমিরে) থেকে যাবে।
তিনি পরামর্শ দেন যে, গণভোটের প্রশ্নমালা এমনভাবে প্রস্তুত করা উচিত যাতে সাধারণ মানুষ সহজেই তা বুঝতে পারে এবং এর আলোকেই তারা সিদ্ধান্ত নিতে পারে।
এই সময় রিজভী আহমেদ আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন, ভারত থেকে বিপুল অর্থ পাচারের মাধ্যমে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। তিনি দাবি করেন, তারা (আওয়ামী লীগ) দেশে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়।