× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৫, ১৭:৫০ পিএম । আপডেটঃ ১০ নভেম্বর ২০২৫, ০১:০১ এএম

ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তিনি নিশ্চিত করেছেন, ঢাকা থেকেই তিনি নির্বাচন করবেন। এই লক্ষ্যে গতকাল রোববার (আজ) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমন্ডি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ওই এলাকার ভোটার হওয়ার আবেদন করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবেই তিনি নিজের ভোটটি ঢাকায় নিয়ে এসেছেন, যাতে ভোট অপচয় না হয়।


পদত্যাগ প্রসঙ্গে: উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন—সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, “নিশ্চিতভাবেই বলছি যে, আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব, এটা আপনারা জানেন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে দ্রুতই আপনাদের সে বিষয়ে জানাব।”


তিনি আরও জানান, পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই কারণেই তিনি এই এলাকার ভোটার হয়েছেন।


প্রার্থিতা নিয়ে: নির্বাচন কোথা থেকে করবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচন করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেন তিনি। কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপর দেখা যাক।”

ঢাকা-১০ আসন ফাঁকা রাখা নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, “আমার কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখল কি রাখল না, সেটা আমার জানার বিষয় নয়। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেব।”

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য সময় দিয়েছে এবং তাদের কাছ থেকে ফিডব্যাক (মতামত) পাওয়ার পর সিদ্ধান্ত নেবে।

সরকারের তিনটি মূল কাজ—সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর—সম্পর্কে তিনি বলেন, “আপনারা দেখছেন, তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এ মাসের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি। সংস্কারের কার্যক্রমও প্রায় শেষের দিকে।”

নির্বাচনের বিষয়ে তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সব আংশীজনদের প্রস্তুত করছে এবং সবার সহযোগিতাও চাইছে।”

রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকে তিনি বলেন, “এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু সরকারের অংশ আছি, এ বিষয়ে পরে কথা বলব।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.