× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াতের গণভোটের দাবি 'নির্বাচন বানচালের ষড়যন্ত্র': মির্জা ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৫, ১৮:১৩ পিএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৫, ১৯:২৭ পিএম

শুক্রবার বিকেলে নয়াপল্টনে শোভাযাত্রা-পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে 'নির্বাচন বানচালের ষড়যন্ত্র' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রা-পূর্ববর্তী বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, “একটি রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।”

গণভোটের দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্পষ্ট অবস্থান তুলে ধরেন। তিনি বলেন,

  • গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।
  • দুটি ভোট একসঙ্গে করতে গেলে অনেক টাকা খরচ হবে।
  • যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, তারা এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে।


তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তা না হলে দেশের জনগণ সেটি মানবে না।”

সমাবেশ শেষে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.