× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'গণ-অভ্যুত্থানের' পর ফের গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র: মির্জা ফখরুল'

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৩ পিএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৫, ১৫:১২ পিএম

শুক্রবার 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জ্যেষ্ঠ নেতারা। ছবি: সংগৃহীত

সম্প্রতি ঘটে যাওয়া 'গণ-অভ্যুত্থানের' পর বাংলাদেশে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আমাদের সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করা সম্ভব হবে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাসসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিবস আমাদের সেই পথে যেতে অনুপ্রাণিত করে, যেখানে আমরা জনগণের ভোটের অধিকারকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারব এবং বিচারের অধিকার নিশ্চিত করতে পারব। তিনি আরও বলেন, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে এবং দল সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার কথা উল্লেখ করে বলেন, গৃহবন্দী থেকে জিয়াউর রহমানকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের কাজটি ছিল বাংলাদেশের অগ্রগতির মোড় ঘোরানো একটি দিক। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছিল।

মির্জা ফখরুল আরও বলেন, মাত্র চার বছরের রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান দেশে আমূল পরিবর্তন এনেছিলেন। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন, তা দেশকে পরবর্তীকালে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপিকে আলোচনায় বসার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি উল্লেখ করেন যে, এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো বক্তব্যই বিএনপির চূড়ান্ত বক্তব্য।

আজ জিয়াউর রহমানের সমাধিতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে পুষ্পস্তবক অর্পণ করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.