× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনে জিতলেও সরকারি সুবিধা নেব না: শফিকুর রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৫, ২৩:২০ পিএম । আপডেটঃ ০৬ নভেম্বর ২০২৫, ২৩:২০ পিএম

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তার দল থেকে একজন বা দুইশ' জন সংসদ সদস্য নির্বাচিত হলেও তারা কোনো সরকারি সুবিধা গ্রহণ করবেন না। তিনি স্পষ্ট জানিয়েছেন, দল ক্ষমতা পেলে সরকারের তহবিল থেকে এমন কিছু নেবেন না যা নৈতিকভাবে সঠিক নয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, "আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তবুও সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা নৈতিকভাবে সঠিক নয়। আমাদের জীবন এখন যেমন আছে, তখনও এমন থাকব। এজন্য সরকারের বিনা ট্যাক্সের গাড়ি চড়বো না। এখন যদি রিকশা চড়ি, তখনও রিকশা চড়বো। এখন যদি বাইসাইকেল চালাই, তখনও বাইসাইকেল চালাবো।"

ডা. শফিকুর রহমান এসময় তাদের 'বন্ধু সংগঠন' বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন, "আমাদের একটি বন্ধু সংগঠন বলেছে, তারা নির্বাচিত হলে জামায়াত ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠন করবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি— আল্লাহ যদি তার মেহেরবানীতে জনগণের ভালোবাসায় আমাদের নির্বাচিত করেন, আমরা তাদেরকে নিয়েও দেশ গঠন করবো।"

তিনি আরও বলেন, যদি কোনো কারণে বিরোধী দলে বসতে হয়, তবে প্রত্যেকটি মানবিক ও ভালো কাজে তারা সহযোগীর ভূমিকা পালন করবেন। তিনি আশ্বস্ত করেন, "সকলে মিলে দেশকে গঠন করবো, সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবো। কিন্তু তারা (সরকার) পুরোনো কায়দায় উল্টোপাল্টা কিছু করলে প্রথমে ব্যক্তিগতভাবে বলবো এটা ছেড়ে দিন। যদি তারা সংশোধন হয়ে যান, আমরা খুশি হবো। আর যদি তা না করেন, তবে আগে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছি, আগামীতেও কাউকে ছাড় দেওয়া হবে না।"

জামায়াত আমির বলেন, "দেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না। দল ও ধর্মের ভিত্তিতে এ জাতিকে আর টুকরা টুকরা হতে দেওয়া হবে না। সবাই মিলে বাংলাদেশ। আমাদের স্বার্থের আগে বাংলাদেশ।" এসময় তিনি দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.