× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামায়াতের সঙ্গেও জোট: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৭ পিএম । আপডেটঃ ০৬ নভেম্বর ২০২৫, ২২:৫৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার, ঢাকা। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেলে বিএনপি অথবা জামায়াত—যে কারও সঙ্গেই জোট বাঁধতে পারে তাদের দল। আজ বৃহস্পতিবার এনসিপি-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি ভবিষ্যতে তা বাস্তবায়ন করবে, এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারও সঙ্গে আমাদের জোট হতে পারে।'

তবে এ ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছেন এনসিপি। পাটওয়ারী স্পষ্ট করে বলেন, "আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে আমরা কারও সঙ্গে জোটে যাব না।"

একক নির্বাচনের প্রস্তুতি: অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপি-এর প্রাথমিক ইচ্ছা এককভাবে নির্বাচন করার এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। ইতোমধ্যে দলটি সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।


মনোনয়ন প্রক্রিয়া: নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে এবং ১৫ নভেম্বর এনসিপি-এর প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.