× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাহিদ, আখতার, হাসনাত, সারজিসদের আসনে প্রার্থী বিএনপির

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৫, ০০:৫৬ এএম । আপডেটঃ ০৫ নভেম্বর ২০২৫, ০১:০১ এএম

(উপরে বাঁ থেকে) নাহিদ ইসলাম ও আখতার হোসেন, (নিচে বাঁ থেকে) সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিক 'জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) শীর্ষ নেতাদের পছন্দের অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর ফলে আসন সমঝোতা নিয়ে দুই দলের মধ্যে চলমান অনানুষ্ঠানিক আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম-সহ একাধিক নেতার নির্বাচন করার আগ্রহ থাকা সত্ত্বেও বিএনপি তাদের পছন্দের বেশির ভাগ আসনেই দলের প্রার্থী দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচন করতে আগ্রহী। তাঁদের পছন্দের আসনগুলোর মধ্যে রয়েছে:

  • নাহিদ ইসলাম (আহ্বায়ক): ঢাকা-১১


  • আখতার হোসেন (সদস্যসচিব): রংপুর–৪


  • সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক): পঞ্চগড়–১


  • হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক): কুমিল্লা–৪


  • নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক): ঢাকা–১৮ অথবা চাঁদপুর–৫


  • আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা (জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক): ঢাকা-৯


  • আবদুল হান্নান মাসউদ (জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক): নোয়াখালী–৬


গতকাল সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকায় এনসিপির আলোচিত এসব নেতার পছন্দের আসনের মধ্যে শুধু ঢাকা–৯ ও ঢাকা–১৮ আসন ছাড়া সব কটিতেই প্রার্থী দিয়েছে বিএনপি। এই দুটি আসন কি এনসিপির প্রার্থীদের জন্য সংরক্ষিত, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়াও অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চান। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মনিরা শারমিন (নওগাঁ-৫), সারোয়ার তুষার (নরসিংদী–২), আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-২), আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ- ৪), এস এম সাইফ মোস্তাফিজ (সিরাজগঞ্জ-৬), আশরাফ উদ্দীন (ব্রাহ্মণবাড়িয়া-২) ও জয়নাল আবেদীন (কুমিল্লা-১০)।

বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও দলটির সিদ্ধান্তে তাঁদের প্রভাব রয়েছে বলে জানা যায়।

এনসিপি সূত্রে খবর, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা–১০ আসন থেকে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ (এনসিপির মনোনয়ন বা স্বতন্ত্রভাবে)। আর মাহফুজ আলম নির্বাচন করতে পারেন লক্ষ্মীপুর–১ আসন থেকে।

বিএনপি এই দুটি আসন ফাঁকা রেখেছে। তবে এই ফাঁকা রাখা আসন দুটি ছাত্র উপদেষ্টাদের জন্যই কি না, তা এখনো নিশ্চিত নয়। লক্ষ্মীপুর-১ আসনে অবশ্য বাংলাদেশ এলডিপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকেও সবুজসংকেত দিয়েছে বিএনপি।

জানতে চাইলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, "জাতীয় স্বার্থে অবস্থানগত ঐক্য হলে ফ্যাসিবাদবিরোধী যেকোনো দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এনসিপি শিগগিরই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.