দীর্ঘ রাজনৈতিক জীবনের পথে হেঁটে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ রাজনৈতিক জীবনের বন্ধুর পথ পেরিয়ে আসার গল্প ও পারিবারিক ত্যাগের কথা ফেসবুক পোস্টে তুলে ধরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এই নির্বাচনকেই নিজের জীবনের 'শেষ নির্বাচন' হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার (০৪ নভেম্বর) ২৩৭ আসনে বিএনপির যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারির এবং ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জীবনের ৭৭ বছর পেরিয়ে আসা ফখরুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে দলের সবাইকে ধন্যবাদ জানান।
তিনি লেখেন, "মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!"
আবেগঘন এই বার্তায় তিনি জানান, "এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন!"
ছাত্রজীবনের বাম রাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে। সেখান থেকে তিনি বিএনপিতে যোগ দেন। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি মহাসচিব নির্বাচিত হন।
এই দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে তিনি লিখেছেন, "আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না!"
ব্যক্তিগত ত্যাগের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, "আমি যখন ১৯৮৭-তে সিদ্ধান্ত নিই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!"
ফখরুল ইসলাম তার স্ত্রীর সেই কঠিন সময়ে পাশে থাকার স্মৃতিচারণ করে বলেন, "আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পড়ে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি!"
তবে স্মৃতির আবেগে লাগাম টেনে ফখরুল যোগ করেন, "গল্পগুলো অন্য কোনো দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে!"
আগামী নির্বাচনই জীবনের শেষ নির্বাচন হতে পারে জানিয়ে ফখরুল দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে!"
তিনি আরও বলেন, "আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব!"
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
