× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিপি সহ ৩ নতুন দলের নিবন্ধন নিশ্চিত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৫, ১৮:০২ পিএম । আপডেটঃ ০৪ নভেম্বর ২০২৫, ১৮:০২ পিএম

নির্বাচন কমিশন (ইসি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), এবং বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএপি)।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি-আপত্তি আহ্বান করে আগামীকাল বুধবার (৫ নভেম্বর) জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কোনো ব্যক্তি বা পক্ষের দাবি-আপত্তি থাকলে তা আগামী ১২ নভেম্বর পর্যন্ত জানানোর সুযোগ থাকবে।

দাবি-আপত্তি নিষ্পত্তির পরই চূড়ান্তভাবে এই দলগুলোকে নিবন্ধনের সনদ দেওয়া হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল ইসি। তবে পরবর্তীতে জাতীয় লীগের নিবন্ধন বাতিল করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, পুনঃ তদন্তে জাতীয় লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, ভোটে অংশগ্রহণ ও অতীত নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে ধারাবাহিকতা পাওয়া যায়নি। এই কারণে দলটি নিবন্ধন পাচ্ছে না।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। কোনো রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে ইসিতে নিবন্ধিত হতে হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছিল ১২১টি আবেদন। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্তের পর শেষ পর্যন্ত তিনটি দল নিবন্ধন পেতে যাচ্ছে।

এছাড়াও, আদালতের নির্দেশনায় বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে ইসি। এ বিষয়ে আদেশের কপির অপেক্ষায় রয়েছে কমিশন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.