জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন যে, বিএনপি'র 'ভেতরে ভেতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ' আছে বলে মনে হচ্ছে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ বন্ধ করার জন্য জামায়াতের দেওয়া সংস্কার প্রস্তাবগুলো বিএনপি মেনে নিচ্ছে না, যা তাদের স্বৈরাচারী মানসিকতার দিকে ইঙ্গিত করে।
রোববার (২ নভেম্বর) বিকেলে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এই সেমিনারের শিরোনাম ছিল '২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ'।
মোহাম্মদ তাহের সেমিনারে বলেন, জামায়াতের সংস্কার প্রস্তাবে ছিল, প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হতে পারবেন না। পাশাপাশি, কোনো ব্যক্তি একাধারে তার জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।
তিনি অভিযোগ করেন, এই গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে বিএনপি 'নোট অব ডিসেন্ট' দিয়েছে। জামায়াত নেতা বলেন, "এগুলো (সংস্কার) যদি সংশোধন হয়, তাহলে স্বৈরাচারী চরিত্র ও স্বৈরাচার হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ থাকে না। এটার বিরোধিতা করা মানে তাদের আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আছে।"
জামায়াতের এই নেতা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে, তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদী সরকারের চেয়ে ভালো হবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যদি পুরোনো ফ্যাসিস্ট শক্তি আবার ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে আবারও লড়াই করে পরাজিত করা হবে।
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেন, কোনো রাজনৈতিক দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি হুঁশিয়ার করে দেন যে, সমঝোতা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তা ও ধোঁয়াশার মধ্যে পড়বে এবং জাতি অন্ধকারের দিকে চলে যাবে।
তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে সরাসরি বলেন, "কারও চাপে আপনি মাথা নত করবেন না। কারণ, চাপে যদি আপনি হেরে যান, মহাবিপদ।" তিনি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন—সংস্কার, বিচার ও নির্বাচন। তার মতে, প্রথম দুটি (সংস্কার ও বিচার) সম্পন্ন হলেই তৃতীয়টি (নির্বাচন) আপনা-আপনি আসবে।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান এবং জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
