জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রতীক নিয়ে এক ধাপ এগোল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ঘোষণা করেছেন, বিতর্ক এড়াতে তারা প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি হয়েছেন। একই সঙ্গে দলটি আসন্ন জাতীয় নির্বাচনে দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
রোববার (আজ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এ কথা জানান।
প্রতীক পরিবর্তনের বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা ‘শাপলা কলি’ নেব। শাপলা নিয়ে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ থাকলেও এখন আমরা প্রতীক নিয়ে পড়ে থাকতে চাই না। বৃহত্তর স্বার্থ চিন্তা করেই এই সিদ্ধান্ত নিচ্ছি। আমরা এখন নির্বাচনী পর্যায়ে ঢুকতে চাই।’
তিনি আরও দাবি করেন, ‘শাপলা কলি’ প্রতীক নিয়েও দেশজুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে। এটি ‘শাপলা’ প্রতীকের চেয়ে এক ধাপ এগিয়ে। তাঁর মতে, নির্বাচন কমিশন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করে দূরদর্শী চিন্তা করেছে।
নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, এনসিপি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। দেশের যেকোনো প্রান্তের মানুষ আগ্রহ দেখালে তাদের অফিসে এসে প্রার্থী হওয়ার বিষয়ে যোগাযোগ করতে পারবেন, যা দল বিবেচনা করবে।
তিনি একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি দ্রুত এনসিপির নিবন্ধন-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।
সিইসির সঙ্গে বৈঠকে নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।