× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে এখন দুই পক্ষ, একটি সংস্কারের পক্ষে ও অন্যটি বিপক্ষে: হাসনাত আবদুল্লাহ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৫, ১৯:৫৮ পিএম । আপডেটঃ ০১ নভেম্বর ২০২৫, ২২:৩৫ পিএম

বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশ এখন দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষ সংস্কারের পক্ষে, অন্যটি এর বিপক্ষে। শনিবার বরগুনায় এনসিপির এক সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে এখন দুটি পক্ষ রয়েছে—একটি সংস্কারের পক্ষে এবং অন্যটি বিপক্ষে। যারা সংস্কারের পক্ষে আছে, তাদের অবস্থান এনসিপির কাছাকাছি বলে মনে করছেন তিনি। আর যারা এর বিপক্ষে, তারা সংস্কারের পক্ষ থেকে দূরে সরে গেছে।

আজ শনিবার দুপুরে বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশন (এনওসি) ‘জুলাই সনদের’ মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করেছে—বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, “আমরা বারবার বলেছিলাম, জুলাই সনদে সই করার আগে সেটি দেখতে হবে। তারা ওই সনদ না দেখে কেন স্বাক্ষর করল? আমরা আগেই বলেছিলাম, এটি আমাদের দেখাতে হবে। কে জুলাই সনদ ঘোষণা করবেন, সেটা আগে নিশ্চিত করতে হবে। সেটাকে অর্ডার জারি করতে হবে। আমরা তো অবিবেচকের মতো সই করি নাই।”

এনসিপির এই নেতা আরও বলেন, “আমরা সংস্কার পিছিয়ে দিতে চাই, এমন অভিযোগও ছিল। আমরা বারবার বলেছিলাম, জুলাই সনদ ও এটি বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়টি সুরাহা হতে হবে। এগুলো জাতির সামনে প্রকাশ করতে হবে। তারপরই স্বাক্ষর করব।”

নির্বাচনে শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, কোন নীতিমালার আলোকে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি, এই ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কোন নীতিমালার কারণে প্রতীক বরাদ্দ দিয়েছেন, সেই ব্যাখ্যাও স্পষ্ট করা হয়নি। তাঁর মতে, এর মানে নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তি করার বিষয়টি একধরনের গোঁয়ার্তুমি।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, “সংস্কার ও শাপলা নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা চাই, আমাদের শাপলা কেন বরাদ্দ দেওয়া হবে না, তার ব্যাখ্যা দিতে হবে—সেটা আইনগত জায়গা থেকেই ব্যাখ্যা দিতে হবে।”

তিনি আরও বলেন, “তবে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, এর ব্যাখ্যা দেওয়া হবে না। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান বা জনগণের প্রতিষ্ঠান। এটা কি জনগণের টাকায় চলছে না? আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব আপনার না?”

বিএনপির সঙ্গে এনসিপির জোট হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির সঙ্গে জোট হচ্ছে কি না, সেটি আমার জানা নেই। ৫ আগস্টের পর সংস্কারের পক্ষে যারা অবস্থান নিয়েছেন, আমরা তাঁদের সঙ্গেই থাকব।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.